বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত
যথাযথ গুরুত্ব ও মর্যাদায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার (৮ মে) সোসাইটি প্রাঙ্গণে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মো. নূর-উর রহমান জাতীয় পতাকা ও সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন। এ সময় সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এককভাবে কোভিড-১৯ মোকাবিলায় আমরা সক্ষম হয়েছি। টিকাই করোনাভাইরাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবে। টিকা ছাড়া এটি প্রতিহত করা যাবে না। তাই সবাইকে কোভিড-১৯ টিকা গ্রহণ এবং নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে।
এরপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির ট্রেনিং রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মো. নূর-উর রহমান।
বিজ্ঞাপন
রেড ক্রিসেন্ট জানায়, ঢাকা ছাড়াও চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটসহ বিভিন্ন জেলা ও সিটি রেড ক্রিসেন্ট ইউনিটগুলোতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
১৮২৮ সালের এই দিনে রেড ক্রস রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। তাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর ৮ মে দিবসটি পালন করে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। তারই ধারাবাহিকতায় বাংলাদেশও দিবসটি পালন করে আসছে।
এনআই/এমএইচএস