নামাজ পড়তে গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনায় খতিবসহ দুজন নিহত
চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ মে) সন্ধ্যার দিকে বাকলিয়া থানার ৫ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। নিহত দুজন হলেন- বোয়ালখালী চৌধুরী পাড়ার মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে মো. আবু বক্কর (৪৮) ও চন্দনাইশ উপজেলার কানাই মাদারী এলাকার মো. মদিজ উদ্দিন (৩৭)।
শীলব্রত বড়ুয়া বলেন, ব্রিজ ঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এস আলম গাড়ির নিচে চলে যায়। এতে গুরুতর আহত হন দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, আবু বক্কর চট্টগ্রাম নগরে ব্যবসা করতেন। আজ শবে কদর হওয়ায় নামাজ পড়ার উদ্দেশ্যে গ্রামের বাড়ি বোয়ালখালীতে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন বোয়ালখালীর একটি মসজিদের খতিব মদিজ উদ্দিন।
কেএম/এফআর/জেএস
বিজ্ঞাপন