জানাজা শেষে মৃতের জন্য দোয়া/ ছবি- ঢাকা পোস্ট

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৭ জনে।

এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯১ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ২৮৪ জন। 

সোমবার (১০ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ১৩৮ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৫৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ২৮৪ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ৪৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ২৩৫ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৬৭ জনের। যার মধ্যে নগরীর ৪২০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪৭ জন । 

এদিকে, রোববার (৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩৪ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৬ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

কেএম/এইচকে