করোনায় আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫
করোনায় মৃত এক ব্যক্তির দাফন- ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ৬২৬ জনে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৩৫ জন। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১৬ হাজার ১৯ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৬০ হাজার ৫৯৮ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশে ১৮০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এসব পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয় ১০ হাজার ৮৬৭টি। অ্যান্টিজেন, জিন-এক্সপার্ট ও আরটি-পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯২৫টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৬০ হাজার ৪০২টি।
গত ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী ১১ জন। সবাই হাসপাতালে মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, রাজশাহীতে চার, খুলনায় এক, সিলেটে দুই, রংপুরে দুই ও ময়মনসিংহ একজন রয়েছেন।
শনিবার (২ জানুয়ারি) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৫০৬ জন এবং আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৫ জন। এ ২৪ ঘণ্টায় আইসোলেশন আইসোলেশন ও কোয়ারেন্টাইন থেকে যথাক্রমে ছাড় পেয়েছে ৫৯০ ও ১০৪ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে যুক্ত হয়েছেন ছয় লাখ পাঁচ হাজার ৯২৬ জন এবং ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৬৬ হাজার ৯২৬ জন। আইসোলেশনে মোট যুক্ত হয়েছেন ৯৬ হাজার ৬৫৬ জন এবং ছাড় পেয়েছেন ৮৫ হাজার ২৪৯ জন।
গতকালের পরিস্থিতি
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, শনিবার দেশে ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৬৮৪ জন।
গতকাল সুস্থ হয়েছেন ৯৬৪ জন। ১৮০টি পরীক্ষাগারে করোনার নমুনা সংগৃহীত হয়েছিল ৯ হাজার ৫০৯টি। অ্যান্টিজেন, জিন-এক্সপার্ট ও আরটি-পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা হয় ৯ হাজার ৭০১টি।
এফআর