বেতন-ভাতা পরিশোধের দাবি শ্রমিকদের
জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফেডারেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশ
বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন সাভারের ওমর ফু সোয়েটার লিমিটেডের (আইরিশ গ্রুপ) শ্রমিকেরা। রোববার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফেডারেশ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা।
সমাবেশ শেষে তারা ঢাকা কলকারখানা অধিদপ্তরের উপপরিদর্শকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান।
বিজ্ঞাপন
সমাবেশে শ্রমিকরা বলেন, গত বছরের ডিসেম্বর মাসের ১ তারিখে ওমর সোয়েটার লিমিটেডে ছুটি ঘোষণা করা হয়। বলা হয়, এ বছরের জানুয়ারি মাসের ১ তারিখে গার্মেন্টস খোলা হবে। কিন্তু ২ জানুয়ারি শ্রমিকরা গার্মেন্টসের সামনে গেলে তালাবদ্ধ দেখতে পান। পরে গার্মেন্টস মালিকদের সাথে যোগাযোগ করলে তারা কোনো পদক্ষেপ নেননি।
শ্রমিকরা আরও বলেন, আমাদের ডিসেম্বর মাসের বেতনও দেওয়া হয়নি। আইনগত কোনো নোটিশ দেওয়া হয়নি। কারখানা বেআইনিভাবে বন্ধ করা হয়েছে। এই অবস্থায় ৩শ’ শ্রমিক বেতন না পাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন। শ্রমিকরা ঘর ভাড়া দিতে পারছেন না। দোকানদারদের বাকি টাকাও দিতে পারছেন না। এই গার্মেন্টস শ্রমিকদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।
বিজ্ঞাপন
এ সময় তারা আরও কিছু দাবি জানান। সেগুলো হচ্ছে- পুনরায় কারখানা খুলে দেয়া; হাজিরা বোনাস দেয়া; মাতৃত্বকালীন ছুটির টাকা দেয়া; বাৎসরিক ছুটির টাকা দেয়া; কোনো শ্রমিক ছাঁটাই হলে শ্রম আইন অনুযায়ী তার পাওনা পরিশোধ করা এবং শ্রমিকদের বহিরাগত মাস্তান দিয়ে ভয়ভীতি না দেখানো।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন, সহসভাপতি সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফরিদুল ইসলাম এবং ওই প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্থ শ্রমিকরা।
এইচএন/এইচকে