দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সাবেক মুখ্যসচিব ওয়াহিদ
দুর্নীতি দমন কমিশন - সংগৃহীত ছবি
অবৈধ সম্পদের অভিযোগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামানকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ২৮ ডিসেম্বর দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়েছে, শেখ মো. ওয়াহিদ-উজ-জামানের বিরুদ্ধে আনীত অভিযোগটি অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় দুদক পরিসমাপ্তির (অভিযোগ থেকে অব্যাহতি) সিদ্ধান্ত নিয়েছে।
দুদক ২০১৬ সাল থেকে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ অনুসন্ধান করে আসছিল। সংস্থাটির উপপরিচালক মো. শামছুল আলম অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে দুদক পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্যের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলেও বক্তব্য দিতে অস্বীকার করেন।
শেখ ওয়াহিদ-উজ-জামান বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও কর্মজীবনে সচিব হিসেবে তিনি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, আমদানি ও রফতানি অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আরএম/জেডএস