রাজধানীর বনানীতে একটি অফিস ভবনে আগুন লাগার ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১১ মে) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বনানী ১১ নম্বর রোডের একটি অফিস ভবনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাশেদ।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আমাদের দুইটি ইউনিট যায়। পরে ধাপে ধাপে আরও তিনটি বাড়িয়ে পাঁচটি ইউনিট করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনের তিন তালায় মূলত আগুনের সূত্রপাত। সেখানে আগুন নেভানোর কাজ চলছে। ভবনটির তিন তলায় স্যামসাং মোবাইল ম্যানুফ্যাকচার অফিস ছিল। আগুনে এখনও কেনো হতাহতের ঘটনা জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পাশাপাশি সার্চিং অভিযান চালাচ্ছে।


এমএসি/জেডএস