গরু বোঝাই ট্রাকের খোঁজ জিপিএস ট্র্যাকারে
রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী পাবনা থেকে একটি মিনি ট্রাক বোঝাই করে চারটি গরু ঢাকার গাবতলী স্থায়ী পশুর হাটের উদ্দেশে পাঠান। পরে সাভারের আমিনবাজার এলাকায় একদল ছিনতাইকারী আরেকটি ট্রাক দিয়ে রাস্তা আটকিয়ে চালক ও হেলপারকে মারধর করে গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়।
চালক ও হেলপারের কাছ থেকে ছিনতাইয়ের খবর জানতে পারেন। ট্রাকে লাগানো জিপিএস ট্র্যাকারের মাধ্যমে দেখতে পারেন ট্রাকটি আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছে। পরে তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন করে বিষয়টি জানালে উত্তরখানের ময়নারটেক কাঁচাবাজার থেকে গরুসহ ট্রাকটি উদ্ধার করে পুলিশ। পরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে পারভেজ (৩২) নামে এক কসাইকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি মঙ্গলবার (১১ মে) ঢাকা পোস্টকে নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি বলেন, মঙ্গলবার ভোর রাতে পাবনা থেকে রফিকুল নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ঢাকা মেট্রো ন ১৯-৫৯৪৬ নম্বরের মিনি ট্রাকটি পাবনা থেকে চারটি গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। পথিমধ্যে সাভারের আমিনবাজার এলাকায় একদল ছিনতাইকারী অন্য একটি ট্রাক দিয়ে গতিরোধ করে তার ট্রাকের চালক এবং চালক সহকারীকে মারধর করে নামিয়ে দিয়ে গরুবাহী ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। কলার আরও জানান, ট্র্যাকার দেখে তিনি জানতে পারেন ট্রাকটি আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছেন।
জাতীয় জরুরি সেবার পরিদর্শক বলেন, ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সাভার থানা ও ঢাকার উত্তরখান থানায় জানিয়ে ট্রাকটি আটকে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। একইসঙ্গে কলারের কাছ থেকে চলন্ত ট্রাকটির সর্বশেষ অবস্থান জেনে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হচ্ছিল। এক পর্যায়ে কলার জানান, তার ট্রাকটি উত্তরখানের ময়নারটেক কাঁচাবাজারের দিকে যাচ্ছে। সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল ট্রাকটির পিছু নেয়।
বিজ্ঞাপন
আনোয়ার সাত্তার বলেন, পরে উত্তরখান থানার এস আই মামুনুর রহমান ৯৯৯-কে ফোনে জানান, তারা ময়নারটেক কাঁচাবাজার থেকে চারটি গরুসহ ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান। তবে ছিনতাইকারীদের সহযোগী সন্দেহে ট্রাকের কাছে অবস্থানরত পারভেজ (৩২) নামে এক কসাইকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে সাভার থানা পুলিশের একটি দল উপস্থিত হলে উদ্ধারকৃত ট্রাক, গরু ও আটক করা ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। যথাযথ আইনি প্রক্রিয়ায় গরু ও ট্রাক মালিকের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এমএসি/আরএইচ