চট্টগ্রাম থেকে যাত্রী পরিবহনের দায়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের ভেতরে থাকা ২৫ যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১১ মে) বেলা ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া হাইওয়ে থানার সামনের চেকপোস্টে জব্দ করা হয় কাভার্ড ভ্যানটি।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মীর নজরুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে হাইওয়ে পুলিশ। আজ ( মঙ্গলবার) দুপুরে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ভেতরে ২৫ জন যাত্রী পাওয়া যায়। এ সময় কাভার্ড ভ্যানটির দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল।  দেখে বুঝার উপায় ছিল না ভেতরে মালামালের পরিবর্তে মানুষ আছে। পরে ২৫ যাত্রীকে নামিয়ে দিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। কাভার্ড ভ্যানের সামনে ব্যানার দিয়ে লেখা ছিল ‌‘জরুরি পানীয় সরবরাহের কাজে নিয়োজিত’।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় গত ২৪ ঘণ্টায় আরও দুইটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এছাড়া ১২টি মামলা দেওয়া হয়েছে। 

কেএম/এসকেডি