জ্যৈষ্ঠের স্বস্তির বৃষ্টিতে ম্লান ঈদ আনন্দ
ঢাকায় বৃষ্টি / ছবি : সুমন শেখ
শেষ বিকেলেই নেমে এলো অন্ধকার। রাজধানীর আকাশ কালো হয়ে নামল বৃষ্টি। ঝুম বৃষ্টিতে ভিজল পিচঢালা পথ। সূর্যের তাপে নরম হয়ে আসা পিচ বৃষ্টির শীতলতায় শক্ত হয়ে উঠল। অন্যদিকে গাছের পাতা হয়ে উঠল সতেজ ও প্রাণবন্ত।
বিকেলের বৃষ্টির আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। সেই আভাস না জেনে যারা ঈদের আনন্দ নিতে ঘরের বাইরে বের হয়েছিলেন, তারা কাকভেজা হয়েছেন। রাজধানীবাসীর ঈদ আনন্দ অনেকটাই ব্যাহত করে দিল জ্যৈষ্ঠের প্রথম দিনের বৃষ্টি।
বিজ্ঞাপন
বৃষ্টিতে সড়কে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করেছে। চলেছে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাও। বৃষ্টির তীব্রতা ও শেষের দিকে বাতাসের গতি বাড়লেও সড়কে গাড়ির চাপ কমেনি। ঈদের আনন্দ খোঁজা মানুষ বৃষ্টিতে ঘরে ফিরতে ব্যস্ত হয়ে পড়ে।
দুপুরের দিকে রোদের তীব্রতায় গরম কিছুটা বাড়লেও বিকেলের বৃষ্টিতে তা অনেকটাই কমে আসে। বৃষ্টিশেষে রাজধানীর বিভিন্ন নিচু সড়কে পানিও জমে যায়। সবমিলিয়ে ঈদ আনন্দ পেতে যারা বিকেলের দিকে বের হয়েছিলেন, তারা অনেকটা ভোগান্তি নিয়েই ঘরে ফেরেন। শেষ বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যার পর পর্যন্ত প্রায় ঘণ্টাখানেকের মতো সময় ধরে ঢাকায় ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার।
বিজ্ঞাপন
এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা পোস্টকে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঘণ্টা খানেকের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি জানান, রাজশাহীসহ আশপাশের এলাকায় দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এছাড়া সিলেট, ময়মনসিংহসহ দেশের ৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরএইচ