চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ভড়াপুকুর পাড় এলাকায় আগুনে পাঁচ জন দগ্ধ হয়েছেন। শনিবার (১৫ মে) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

আহতরা হলেন- প্রদীপ দাশ (৫২), মধু সুদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকেজ দে (৪০) ও কিশোর কুমার দে (৪২)।

শীলব্রত বড়ুয়া বলেন, বাকলিয়া থানার ভড়াপুকুর পাড় এলাকায় আবদুল হামিদ মিয়ার বাসায় আহতরা বসে তাস খেলছিল। এসময় গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরানোর সময় গ্যাস লাইট ব্লাস্ট হয়ে রুমের ভেতরে আগুন ধরে যায় বলে আহতরা জানিয়েছে। আগুনে রুমের ভেতরে থাকা পাঁচ জন অগ্নিদগ্ধ হয়। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩৬ নং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। আহতদের মধ্যে প্রদীপ দাসের (৫২) অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন তিনি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, আহতদের দেখে হাসপাতাল থেকে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনের পর বলতে পারব কীভাবে দুর্ঘটনা ঘটেছে।

কেএম/এসএসএইচ