ছয় দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। 

গত শুক্রবার (১৪ মে) সস্ত্রীক ও দুইজন সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন বলে রোববার (১৬ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র সফরকালে বিমান বাহিনী প্রধান জাতিসংঘ সদর দফতর, নিউইয়র্কে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন।

এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লিস কিউ বাউন জুনিয়র এবং ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এর পরিচালক হাইডি গ্রান্ট এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এভিয়েশন কোম্পানি লকহেড মার্টিন এবং বোয়িংসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বোয়িং কোম্পানি পরিদর্শনকালে এভিয়েশন এবং সামরিক সরঞ্জামের ওপর উপস্থাপিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সেখানে বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে জাতিসংঘ সদর দফতরে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, যা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ও দেশের জন্য সুযোগ বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আশা করা যায়।

সর্বোপরি এই সফরের মাধ্যমে দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এনএম/জেডএস