করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (১৬ মে) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপন অনুসারে, আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। তবে জেলার ভেতর বাস চলাচল করতে পারবে। সেজন্য স্বাস্থ্যবিধিসহ বেশ কিছু শর্ত মানতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক আদেশে এসব শর্তের কথা বলা হয়েছে। রোববার (১৬ মে) সংস্থার পরিচালক (প্রকৌশল) শীতাংশু কুমার বিশ্বাস স্বাক্ষরিত আদেশে এসব শর্ত উল্লেখ করা হয়।

তাতে বলা হয়, নির্দেশনা মোতাবেক  ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত জেলার অভ্যন্তরে শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচল করতে পারবে। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লিখিত মোট আসন সংখ্যার অর্ধেকের (৫০ শতাংশের) বেশি যাত্রী বহন করতে পারবে না। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশের বেশি) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।  

এছাড়াও পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক-কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

করোনা সংক্রমণ বিস্তাররোধে সরকারের অন্যান্য নির্দেশাবলী যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।

এ সময়ের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর, জরুরি পরিসেবা আওতাভূক্ত থাকবে এবং খাবার হোটেল ও  রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।

শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ও ভারতের অবস্থা বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তেমনভাবে আরও এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ানোর পক্ষে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

দেড় মাস পেরিয়েছে চলমান বিধিনিষেধ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেওয়া হয়। পরে তা কয়েক দফায় বাড়ানো হয়। এর মধ্যে শপিংমল খোলাসহ বেশকিছু বিষয়ে বিধিনিষেধের শর্ত শিথিল করে সরকার। সবশেষ ঈদের আগে ফের বিধিনিষেধ বাড়ানো হয় ১৬ মে পর্যন্ত। আজ রোববার (১৬ মে) আরও এক দফা বেড়ে বিধিনিষেধের মেয়াদ হলো ২৩ মে পর্যন্ত।

পিএসডি/ওএফ