সায়েদাবাদে হোটেল ও ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন
ফাইল ছবি
রাজধানীর সায়েদাবাদ ও ডেমরায় আগুনের ঘটনা ঘটেছে। রোববার (১৬ মে) দিবাগত রাতে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন ঢাকা পোস্টকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে খাজা হোটেলে একটি আগুনের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত সাড়ে ১২টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদরদফতর ও সূত্রাপুর থেকে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পৃথক একটি ঘটনায় ডেমরার মৃধাবাড়ি এলাকার একটি প্যাকেজিং কারখানায় রাত ১১টা ২৭ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৪টি ইউনিট কাজ করছে। আগুন ছড়িয়ে না পড়লেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।
বিজ্ঞাপন
মাহফুজ রিবেন বলেন, দুটি ঘটনার কোনোটিতেই হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খুঁজতে ফায়ার সার্ভিস কাজ করছে।
এআর/ওএফ