সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও প্রখ্যাত সাহিত্যিক আনিসুল হক।

মঙ্গলবার (১৮ মে) সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড শুনানি শেষে গণমাধ্যমে তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের একটি পবিত্র স্থানে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। এর তীব্র নিন্দা জানাই। আজ বলা হচ্ছে, মন্ত্রণালয় থেকে ডকুমেন্টগুলো নিয়ে দেশের ক্ষতি করা হবে। আমি বলব, পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া একজন সাংবাদিককে হেনস্থা করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘কোনো ডকুমেন্ট সাংবাদিক হাতে পেলে সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়ে যদি মনে করেন দেশের লাভ হবে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না বা ক্ষতি হবে না- তখন প্রকাশকরা হয়।’

আনিসুল হক বলেন, ‘প্রথম আলোর মতো পত্রিকা যেনতেন ভাবে কোনো সংবাদ প্রকাশ করতে পারে না। সাবেক এক মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন- একটি দেশে সরকার বা সংবাদপত্র যেকোনো একটি থাকবে, এমন পরিস্থিতিতে বেছে নিতে বললে তিনি সংবাদপত্রকে বেছে নেবেন। অথচ আমাদের দেশে সংবাদপত্রকে শত্রু মনে করা হচ্ছে। সাংবাদিকদের চোর বলা হচ্ছে। এটা তো হতে পারে না।’ 

তিনি আরও বলেন, ‘সরকার চাইলেই রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে নিতে পারেন। তারপরেও আমরা আইনগতভাবে লড়াই করছি। আমরা জানি, আদালতে আমরা ন্যায়বিচার পাব এবং আমরা ন্যায়বিচার পেয়েছি। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড দাবি করা হয়েছিল। আদালত রিমান্ড নামঞ্জুর করেছেন। রোজিনা ইসলামের জামিন শুনানির জন্য আদালত ২০ মে দিন ধার্য করেছেন।’

টিএইচ/এইচকে