রাজধানীর কদমতলী থেকে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে করে গাঁজা পরিবহনের অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। পরিবহন করা গাঁজার সুরক্ষা নিশ্চিতে জব্দ কাভার্ডভ্যানে ব্যবহার করা হয়েছিল অটোমেটিক হাইড্রোলিক দরজা।

গোয়েন্দা পুলিশ বলছে, কাভার্ডভ্যানের ভেতরে অভিনব কৌশলে একটি গোপন কামরা তৈরি করা হয়। গাড়ির ড্যাশবোর্ড থেকে বিশেষ একটি ইলেকট্রিক সুইচের মাধ্যমে ওই কামরার অটোমেটিক হাইড্রোলিক দরজা খোলা ও সংযুক্ত করা যেতো।

যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন, মো. রুবেল সরকার (৩৫) ও চালক মো. সুমন মিয়া (২৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

আজ (সোমবার) বেলা ১১ টায় ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা প্রধান (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।  

তিনি বলেন, রোববার বেলা সাড়ে ১১টায় মাতুয়াইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি কাভার্ডভ্যান তল্লাশী করে গাড়ির ভেতরে অভিনব কৌশলে তৈরি করা গোপন কামরা থেকে উল্লেখিত গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

এ কে এম হাফিজ আক্তার বলেন, মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের জন্য বিভিন্ন ধরনের অভিনব কৌশল অবলম্বন করছেন। আমরা তাদের আমাদের পর্যবেক্ষণে রেখেছি। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো তথ্য পেলেই আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার হওয়া রুবেল ও সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ওই গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এনএফ