মালয়েশিয়ার বাংলাদেশ দ্রুতাবাস

কয়েকজন কর্মকর্তার সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বন্ধ থাকা মালয়েশিয়ার বাংলাদেশ দ্রুতাবাস ৬ জানুয়ারি (বুধবার) থেকে আবারও পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু করবে।

সোমবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মালয়েশিয়ার বাংলাদেশ দ্রুতাবাস।

এতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের জরুরি সেবার কাজে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের কুয়ালামামপুরের কয়েকজন কর্মচারীর কোভিড-১৯ এ আক্রান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিয়ে আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো এবং তাদের সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এছাড়া মূল হাইকমিশন এবং আম্পাংস্থ পাসপোর্ট সেবা কেন্দ্র স্যানিটাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হচ্ছে।

হাইকশিন জানায়, এ অবস্থায় আগামী ৬ জানুয়ারি থেকে আবার আম্পাংস্থ অফিস থেকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু করা হবে। ইতোমধ্যে যারা ৬ জানুয়ারি বা তার পরের জন্য অ্যাপোয়েন্টমেন্ট নিয়েছেন তা বহাল থাকবে।

তবে ১, ৪, ও ৫ জানুয়ারিতে অ্যাপোয়েন্টমেন্ট গ্রহণকারীদের আবার নেওয়ার জন্য অনুরোধ করেছে হাইকমিশন।

এছাড়া আগামী ৯-১০ জানুয়ারি ক্যামেরন হাইল্যান্ডস ও মুয়ার পাসপোর্ট বিতরণ যথারীতি বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে হাইকমিশন।  

গত ৩১ ডিসেম্বর হাইকমিশনের কয়েকজন কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত হাইকমিশন বন্ধের ঘোষণা দেওয়া হয়।

মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ১৯ হাজার ৭৭ জন।

এনআই/এসএম