দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানীর ডেস্ক পরিবর্তন করা হয়েছে।

সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা করা হলেও মঙ্গলবার (১৮ মে) এটি প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানের সই করা এক অফিস আদেশে শিব্বির আহমেদ ওসমানীকে জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় বদলি করা হয়েছে। 

একই অফিস আদেশে আরও পাঁচ জনের ডেস্কও পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় আনা হয়। 

এরপর তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনে মামলা দায়ের করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ মামলায় শাহবাগ থানা পাঁচ দিনের রিমান্ড চাইলেও আদালত তা নামঞ্জুর করে দেন। এছাড়া কারাবিধি অনুযায়ী রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এসএইচআর/এফআর