চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯০ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬৮ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ১৯১ জনে।
বৃহস্পতিবার (২০ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬৮ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ১১৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৫২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫২ হাজার ১৯১ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ৭২৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৪৬৫ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৯০ জনের। যার মধ্যে নগরীর ৪৩৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৫৭ জন।
বিজ্ঞাপন
কেএম/এসএসএইচ