পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, পুলিশের কাছে হস্তান্তর ও মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। একইসঙ্গে রোজিনা ইসলামের দ্রুত নিঃশর্ত মুক্তি ও দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৯ মে) নোয়াবের সভাপতি এ কে আজাদ ও সহ-সভাপতি শহীদুল্লাহ খান বাদলের পাঠানো এক  বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘নোয়াব মনে করে, অনুসন্ধানী ও নির্ভীক সাংবাদিকতার জন্য রোজিনা ইসলাম এখন একটি পরিচিত নাম। প্রকাশিত সংবাদ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে আইনি কাঠামো অনুযায়ী, নির্দিষ্ট উপায় এবং জায়গা আছে। এমন একজন পেশাদার সাংবাদিককে যিনি একজন নারী ও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরে পাঁচ ঘণ্টা আটকে রেখে তাকে হেনস্তা করা কোনোভাবেই সভ্য কাজের মধ্যে পড়ে না এবং তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।’

নোয়াব কর্মরত সাংবাদিকদের সঙ্গে মিলে বিনিয়োগ ও পরিশ্রমের মাধ্যমেই সংবাদপত্র প্রকাশ করে। রোজিনা ইসলামের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা সৎ সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে এবং একটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। নোয়াব অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছে এবং সচিবালয়ে যারা তাকে হেনস্তা করেছেন, তাদের চিহ্নিত করতে যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে।

পিএসডি/এমএইচএস