চট্টগ্রাম বন্দরে কনটেইনারে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি
চট্টগ্রাম বন্দরের সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেটের আট নম্বর ইয়ার্ডে একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২২ মে) সকালের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।
বিজ্ঞাপন
জানা গেছে, কনটেইনারটিতে অ্যাকুয়ারিয়ামে দেওয়ার জন্য আমদানি করা অক্সিজেন সাপ্লিমেন্ট সোডিয়াম পার কার্বনেট ট্যাবলেট ছিল।
নিউটন দাশ বলেন, সকাল ৯টার দিকে বন্দরের একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, এই ঘটনায় বন্দরের অপরেশনাল কার্যক্রমে কোনো সমস্যা হয়নি। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কেএম/জেডএস