সাইনবোর্ডে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোর্শেদ (২৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকার ও এর চালককে আটক করা যায়নি।
শনিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাইনবোর্ডের ভুইঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মোর্শেদকে উদ্ধার করে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের বন্ধু আলী আকবর ঢাকা পোস্টকে বলেন, সকালে মোর্শেদ মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজের উদ্দেশে বের হন। ভুইঘর এলাকায় আসলে দ্রুতগামী একটি প্রাইভেটকার (যার নম্বর-ঢাকা মেট্রো-গ- ৩১-৫৯৯৪) তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মোর্শেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, মোর্শেদের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। সাইনবোর্ডের ভুইঘর এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল চালক মারা গেছেন। ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএএ/এমএইচএস