ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ

কুমিল্লা থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরার সময় নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. সজীব (২২) নামে এক যুবক মারা গেছেন। এছাড়াও এ ঘটনায় শামীম (২১) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (২২ মে) দুপুরে জেলার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, গতকাল কুমিল্লায় আমাদের এক বন্ধুর বিয়ে ছিল। আজ সেখান থেকে মোটরসাইকেলে করে সজীব ও শামীম ফিরছিলেন। দুপুরে মদনপুর এলাকায় দুর্ঘটনায় তারা আহত হন। পরে স্থানীয়রা অ্যাম্বুলেন্সে করে তাদের ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন। খবর শুনে এখানে এসে দেখি সজীব আর নেই। শামীমের অবস্থাও ভাল না।

নিহত সজীবের বাবা সরোয়ার জানান, গতকাল কুমিল্লায় বিয়ের দাওয়াতে গিয়েছিল তারা। দাওয়াত খেয়ে আমার ছেলের বাসায় ফেরা হলো না। কীভাবে তারা দুর্ঘটনার শিকার হয়েছে, তা জানতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ঢাকা পোস্টকে বলেন, গতকাল তারা দুজনই বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। আজ দুপুরে ফেরার পথে মদনপুর এলাকায় দুর্ঘটনায় শিকার হন তারা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সজীব নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জরুরি বিভাগে শামীমের চিকিৎসা চলছে। অন্যদিকে সজীবের মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এসএএ/আরএইচ