অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এই নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। 

সোমবার (৪ জানুয়ারি) সংগঠনটির সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে  বলেছেন, ভারত সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার জনগণের জনস্বাস্থ্যের ওপর এক বড় ধরনের হুমকি।

ভারত সরকারের এ জনস্বাস্থ্য বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের নীরবতার কঠোর সমালোচনা করে বিবৃতিতে নেতারা বলেন, কোভিড-১৯ মোকাবিলায় সরকার জনগণকে সম্পৃক্ত করে নীতি গ্রহণ করেনি। ফলে বাংলাদেশের জনস্বাস্থ্য এক হুমকির মুখে পড়েছে।

জনস্বাস্থ্য বিরোধী সিদ্ধান্ত বাতিলে ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির দাবি জানানো হয় বিবৃতিতে। 

এইউএ/এইচকে