চট্টগ্রামের ইপিজেড থানার মাইলের মাতা এলাকায় ছেলের অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে মো. শাহিন (৪২) নামে এক বাবা আত্মহত্যা করেছেন।

সোমবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, সন্ধ্যার দিকে মো. শাহীনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. শাহিন ইপিজেড থানার ২ নং মাইলের মাথা এলাকার মোস্তফা বিল্ডিংয়ের তৃতীয় তলায় থাকতেন। তার একটি ছেলে অসুস্থ।

পরিবারের সদস্যদের বরাতে শীলব্রত বড়ুয়া জানান, ছেলের অপারেশনের টাকা জোগাড় করতে না পারায় নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহিন। তিনি নাটোর জেলার উরুদাশপুর মহসিন্দা গান্দিপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

কেএম/জেডএস