পুরনো রূপে ফিরছে গাবতলী বাস টার্মিনালের হোটেলগুলো / ছবি : ঢাকা পোস্ট

দেড় মাসের বেশি সময় পর প্রাণ ফিরেছে গাবতলী বাস টার্মিনালে। দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে চালু হয়েছে দূরপাল্লার বাস। সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী পরিবহন করতে পারবে বাসগুলো। 

এদিকে শর্ত সাপেক্ষে পরিবহন চালু হওয়ায় খুশি অন্য খাতের ব্যবসায়ীরাও। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় দেড় মাস অনেক কষ্টে কেটেছে গাবতলী বাস টার্মিনালের খাবার হোটেল ব্যবসায়ীদেরও। অবশেষে দূরপাল্লার যান চলাচল শুরু হওয়ায় খুশি তারা। 

মঙ্গলবার (২৫ মে) গাবতলীর আল জামী হোটেলের এক স্টাফ ঢাকা পোস্টকে বলেন, গাবতলী বাস টার্মিনাল এলাকায় সকাল থেকেই যাত্রীরা আসছেন। ফলে আমাদের বেচাকেনা ভালো হচ্ছে। এটা স্বস্তির বিষয় যে, দূরপাল্লার পরিবহন চালু করেছে সরকার। পরিবহন না চললে আমাদের হোটেল খুলেও লাভ হতো না। কারণ বিধিনিষেধের এই কয়েকদিন বাস টার্মিনালটি জনমানব শূন্য ছিল। আর মানুষজন না থাকলে আমাদের হোটেলে খাবে কে?  

হোটেল খেদমতের ম্যানেজার কুদরত ঢাকা পোস্টকে বলেন, এতো দিন বেকার হয়ে বাসায় ছিলাম। পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছিল। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হোটেল বন্ধ থাকলে মালিক আমাদের বেতন দেবে কীভাবে? তবে হোটেলের ভাড়া দিতে হয়েছে। আমাদের বেশিরভাগ লোকজন দৈনিক বেতনে চাকরি করেন। সে হিসেবে হোটেল বন্ধ থাকলে কারও বেতন পাওয়ার কথা নয়। এখন পরিবহন চালু হয়েছে। তাই হোটেলের ব্যবসাও ভালো। তাই আমরা অনেক খুশি। 

এসআর/এসকেডি