করোনাভাইরাস পরিস্থিতি চলমান থাকায় ২০২০ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) পাঠানোর সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ৩০ জুনের মধ্যে সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে এসিআর পাঠানো যাবে।

সোমবার (২৪ মে) সময় বাড়িয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিবসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ার কারণে বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মচারীরা এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন করে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে এসিআর পৌঁছানোর সময় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

বিষয়টি কেবল ২০২০ সালের এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এসএইচআর/এফআর