বিশ্বকে করোনাভাইরাস থেকে মুক্ত করতে হলে সবার জন্য করোনার টিকা নিশ্চিত করতে হবে। এজন্য করোনার টিকার সুষম বণ্টন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ভলকান বাজকির।

মঙ্গলবার (২৫ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ও জাতিসংঘ শিরোনামে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতার সময় এসব কথা বলেন তিনি। বাজকির বলেন, ‘ কোভিড-১৯ এর সমাধান হচ্ছে টিকা। যেসব দেশের উৎপাদন ক্ষমতা নেই তারা বিপদে পড়ছে। আবার কোনো কোনো দেশের সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে। বিশ্বে করোনা টিকার সুষম বণ্টন হতে পারে একটা সমাধান। করোনা টিকার উৎপাদন, পরিবহন ও বণ্টন একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও এটি সবার কাছেই সহজলভ্য হওয়া উচিত।’

টিকা প্রাপ্তিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বলেন, ‘সবাই নিরাপদ করা না হলে কেউই করোনা থেকে নিরাপদ নয়। যেসব দেশ করোনার টিকা নিয়ে বিপদে পড়েছে তাদের মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ মানুষ টিকা পেয়েছে। এজন্য জাতিসংঘের ৭৫তম অধিবেশনের সভাপতি হিসেবে সবার জন্য টিকা নিয়ে কাজ করছি। এখানে বিষয়টি এমন যে, করোনা বিশ্ব থেকে মুক্ত না হলে কোনো দেশই নিরাপদ নয়। ফলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

করোনা ছাড়াও আরও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বাজকির। তিনি বলেন, ‘কোভিড-১৯ শুধু একাই বড় সমস্যা নয়, এর সঙ্গে আরও অনেক সমস্যা জড়িয়ে আছে। করোনায় বিশ্ব অর্থনীতি যে ক্ষতির মুখে পড়েছে সেটা কাটিয়ে ওঠাও কম গুরুত্বপূর্ণ নয়। এটা নতুন সংকট, কিন্তু জলবায়ু পরিবর্তন কম বড় সংকট নয়। এজন্য বাস্তবতার নিরিখে উন্নত দেশগুলোকে কম কার্বন নিঃসরণের দিকে যেতেই হবে।’

বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে বাজকির বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনের বিশেষ ভূমিকা রাখছে। জাতিসংঘের বিভিন্ন শান্তি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৬৮০ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এজন্য আমরা বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ দিতে চাই।’

এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশকে ধন্যবাদ জানান।

দুদিনের সফরে মঙ্গলবার (২৫ মে) সকালে ঢাকা আসেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট বলকান বাজকির। সফরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি।

এনআই/ওএফ