ফাইল ছবি

রাজধানীর পল্লবী এলাকা থেকে তিনশ ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ। সোমবার (৪ জানুয়ারি) পল্লবী থানার নিউ সাগুফতা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) পল্লবী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন আব্দুস সালাম (৫৫) ও মো. বাদশা মিয়া (৫৫)।

কাজী ওয়াজেদ জানান, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পল্লবী থাকায় একটি মামলা দায়ের হয়েছে।

এর আগে রোববার একই এলাকা থেকে ৮১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মো. শহীদ (২৩), মো. রিপন আলী (২৭) ও মো. লুতফর শেখ (৩০)।

অভিযানের নেতৃত্ব দেওয়া অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক বলেন, গ্রেফতাররা রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীতে নিয়ে আসত। এক্ষেত্রে তারা বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করত। কখনো ভিক্ষুক, কখনো কাপড় ব্যবসায়ী, কখনো বা ফেরিওয়ালা বেশে রাজধানীতে প্রবেশ করত। পরে সেগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এই ৩ আসামির বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির সাহায্যে নিয়ে এ চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এআর/এমএইচএস