তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মিরপুরে অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মিরপুরের রুপনগরের আলিফ ওয়াশিং ফ্যাক্টরি, দ্বীপ ওয়াশিং ফ্যাক্টরি, আকসা ওয়াশিং ফ্যাক্টরি ও মিল্ক ভিটা রোডের অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়। অভিযানে ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন ১৫০০ সিএফটির ২টি বয়লার এবং ৩০০ সিএফটির ১৯টি ড্রায়ারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এছাড়া মিল্ক ভিটা রোডে অবস্থিত ৪ ইঞ্চি বিতরণ লাইন থেকে ২ ইঞ্চি ব্যাসের ৩০ ফুট লম্বা অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়েছে।

ওএফএ/জেডএস