স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ৪ যুবককে গণপিটুনি
চট্টগ্রামের ফটিকছড়িতে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে আটক করেছে স্থানীয়রা।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা যায়, বালুটিলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির তিন ছাত্রী স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথে একজন মেয়েকে একটি সাদা প্রাইভেটকারে থাকা তিনজন ছেলে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি জানতে পারে। জানার পর ছাত্রীকে তুলে নেওয়া গাড়িকে লক্ষ্য করে কিছু মোটরসাইকেল তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে শান্তিরহাট বাজার আসার পর গাড়িটি যানজটে আটকে যায়। এ সময় ভেতরে থাকা মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা গাড়িটিকে আটক করে গাড়িতে থাকা ছেলেদের গণধোলাই দিয়ে পরে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, মেয়েটিকে ওই ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছিল প্রস্তাব প্রত্যাখ্যান করাতে সে তুলে নিয়ে গিয়ে মেয়েটিকে বিয়ে করার চেষ্টা করে। তুলে নিয়ে যাওয়ার সময় গাড়িটিতে নতুন কাপড় এবং সিঁদুর পাওয়া যায়।
দাঁতমারা তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর শামসুদ্দিন জানান, স্থানীয়রা মাইক্রোবাসসহ ৪ ছেলেকে ধরে খবর দিলে পুলিশে গিয়ে তাদের আটক করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছেলেটি মেয়েটিকে প্রেমের সম্পর্ক দিয়েছে পরে মেয়েটি তা প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বিস্তারিত সঠিক ভাবে পরবর্তীতে বলা যাবে।
আরএমএন/এআইএস