ব্রিটিশ মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শন করেছেন। এসময় তি‌নি রো‌হিঙ্গা শরণার্থী, ক্যাম্প কর্মী এবং যুক্তরাজ্যের তহ‌বি‌লে গঠিত প্রকল্প প‌রিদর্শন করেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শন করেন বাংলা‌দেশে সফররত ব্রিটিশ মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত।

এর আগে তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসেন ব্রিটিশ মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত। মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যে ঢাকায় তার প্রথম সফর এটি।

ব্রিটিশ হাইকমিশন জানায়, রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শনে গি‌য়ে শরণার্থী, ক্যাম্প কর্মী এবং যুক্তরাজ্যের তহ‌বি‌লে গঠিত প্রকল্প প‌রিদর্শন করেছেন।

হাইকমিশন আরও জানায়, সফরকালে ব্রিটিশ মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকার, মানবাধিকার রক্ষাকারী এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। তিনি মানবাধিকার দূত সরকারের উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ন্যায়বিচার ও জবাবদিহিতা, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন।

রাষ্ট্রদূত এলেনর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক একটি সেমিনারে অংশ নেবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। সেমিনারে রাষ্ট্রদূত এবং শিক্ষার্থীরা গণমাধ্যমের স্বাধীনতা, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতকরণসহ মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।

এনআই/এমএন