বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দায়ের করা মামলার আসামি সুমন মুন্সীকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার(১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ডেমরা  স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

জানা যায়, গত জুলাই হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ও অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় যাত্রাবাড়ী কাজলা মহাসড়কে সোহেল রানা নামের গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।

পরে সোহেল রানা হত্যার অভিযোগে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় সুমন মুন্সিসহ আনুমানিক দেড় শতাধিক আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর সুমন মুন্সিসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে অভিযান চালিয়ে গতকাল তাকে আটক করা হয়। 

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন,  তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাসহ আরও ১৩টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/এআইএস