ফাইল ছবি

করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে চলমান বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে সরকার। এরই অংশ হিসেবে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নগদ অর্থ সহায়তাসহ গরিব, অসহায়, কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মে) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, যশোর জেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দসহ এ পর্যন্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ হিসেবে ৬২ হাজার ২শ পরিবারের মধ্যে ৩ কোটি ১১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় ৩ লাখ ১০ হাজার ৭৯৮টি পরিবারের মধ্যে ১৩ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ১০০ টাকা বিতরণ করা হয়েছে। এ জেলার ১ হাজার ৬শ পরিবারের মধ্যে শিশু খাদ্যের জন্য নগদ ৮ লাখ টাকা এবং ৩৩৩ হেল্পলাইনে কলের মাধ্যমে ৩ হাজার ২শ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, বাগেরহাট জেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দসহ এ পর্যন্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ হিসেবে ৪০ হাজার ৬৫০টি পরিবারের মধ্যে ২ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১ লাখ ৭২ হাজার ৮৯৯টি পরিবারের মধ্যে ৭ কোটি ৭৮ লাখ ৪ হাজার ৫শ ৫০ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ হেল্পলাইনে কলের মাধ্যমে ২৩৯টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

এতে জানানো হয়, সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দসহ ৪৫ হাজার ৯২৪টি পরিবারের মধ্যে ২ কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ২ লাখ ৮৭ হাজার ৩৪০টি পরিবারের মধ্যে ১২ কোটি ৯৩ লাখ ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৭৩৮টি পরিবারের মাঝে শিশু খাদ্যের জন্য নগদ ৩ লাখ টাকা এবং গোখাদ্য হিসেবে ৪৭৯টি পরিবারের মধ্যে নগদ ৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ৩৩৩ হেল্পলাইনে কলের মাধ্যমে ৯৭টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দসহ এ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে ২৩ হাজার ৬৬৮টি পরিবারের মধ্যে ১ কোটি ৭ লাখ ৬৩ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ৫৩ হাজার ৮২৫টি পরিবারের মধ্যে ২ কোটি ৪২ লাখ ২১ হাজার ২৫০ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ হেল্পলাইনে কলের মাধ্যমে ৫২০টি পরিবারের ২ হাজার ৬০০ জন এবং ভাসমান ১ হাজার ৮৪ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

এতে বলা হয়, নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দসহ ২৪  হাজার ৯৫৪টি পরিবারের মধ্যে ১ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ৭৬ হাজার ৭৮টি পরিবারের মধ্যে ৩ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ১০০ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ২ হাজার ৭৭টি পরিবারের মধ্যে শুকনো খাবারের প্যাকেট এবং ৩৩৩ কলের মাধ্যমে ৩০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, মেহেরপুর জেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দসহ এ পর্যন্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ হিসেবে ১৩ হাজার ২৫০টি পরিবারের মধ্যে ৬২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ হাজার ২৫০টি পরিবারের মধ্যে ৬৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ হেল্পলাইনে কলের মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

এসএইচআর/এসএসএইচ