ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু কিছু কর্মকর্তা-কর্মচারী যথাসময়ে অফিসে আসছেন না, আবার অফিস ছুটির আগেই কর্মস্থল ত্যাগ করছেন। এতে অফিস কার্যক্রম বিঘ্নসহ প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফলে এ বিষয়গুলো পুনরায় না করতে নির্দেশনা দিয়ে দপ্তর আদেশ জারি করে সতর্ক করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সংস্থাটির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা একটি দপ্তর আদেশ জারি করে সব বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধান, সব আঞ্চলিক কর্মকর্তার দপ্তরে পাঠিয়েছেন।

এ বিষয়ে সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে আগমন এবং অফিস ছুটির নির্ধারিত সময়ের আগে কর্মস্থল বা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সব বিভাগে এ সংক্রান্ত দপ্তর আদেশ পাঠানো হয়েছে। এ ছাড়া নৈমিত্তিক ছুটি ও অফিস ছুটির আগে কর্মস্থল ত্যাগ করার প্রয়োজন হলে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার লিখিত অনুমোদন গ্রহণ করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত কিছুদিন ধরে বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত অফিস টাইমে অফিসে প্রবেশ করছে না। আবার অনেকে অফিস টাইম শেষ হওয়ার আগেই অফিস থেকে বের হয়ে যায়। এতে করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রশাসনিক কাজ বিঘ্নিত হচ্ছিল।

তারা বলেন, সংস্থাটির প্রশাসন এ বিষয়ে অবগত হওয়ার পর এমন দপ্তর আদেশ জারি করেছে। যারা এমন কাজ করছিল তাদের সতর্ক করা হয়েছে পাশাপাশি নির্ধারিত সময়ে অফিসে প্রবেশ এবং অফিস টাইম শেষ হওয়ার পরেই কেবল কর্মস্থল ত্যাগ করতে পারবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করা যায় এরপর থেকে প্রশাসনিক কাজের শৃঙ্খলা ফিরে আসবে।

এএসএস/এসএসএইচ