শহীদ মিনারের পাশ থেকে কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার
শহীদ মিনারের পাশ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অচেতন অবস্থাটাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই)মাহমুদুল হাসান, আমরা খবর পেয়ে শহীদ মিনারের পাশ থেকে অজ্ঞাত এক কন্যা নবজাতককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, কে বা কারা এই নবজাতককে ফেলে গেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। আশপাশের সিসি ফুটেজ দেখে যারা ফেলে গেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
এসএএ/এমএসএ