বর্ষাকাল এলেই ছাতার কদর বাড়ে সবচেয়ে বেশি। যদিও অনেকে সরাসরি সূর্যের উত্তাপ গায়ে না লাগাতে গরমেও ছাতা ব্যবহার করেন। তবে ছাতা ব্যবসায়ীদের সব প্রস্তুতি বর্ষাকাল ঘিরেই। তাই তো বর্ষা আসার আগে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের।

ছাতা তৈরিতে ব্যবহৃত কাপড় রাজধানীর গুলিস্তান বা সদরঘাটের পাইকারি বাজার থেকে সংগ্রহ করেন ব্যবসায়ীরা। পরে সেগুলো কেটে বিভিন্ন সাইজের ছাতা তৈরি করেন।

সরেজমিনে একটি ছাতা তৈরির কারখানায় দেখা যায়, বিচ্ছিন্ন লোহার পিণ্ডগুলোকে একত্রিত করতে লোহার শিকগুলোকে একটির সঙ্গে আরেকটি জোড়া দেওয়া হচ্ছে।

ছাতার মূল অংশটি বানাতে দেখা গেল কয়েকজন শ্রমিককে। সাইজ অনুযায়ী কাপড় কাটা হলে সেগুলোকে সেলাই করছেন কেউ কেউ।

সেলাই করা সেই কাপড় ছাতার লোহার পিন্ডে জুড়ে দেওয়া হচ্ছে। কাপড় লাগানোর পর সেগুলোকে হাত দিয়ে শিকের সঙ্গে সেলাই করা হচ্ছে। এরপরই ব্যবহার উপযোগী হয়ে যায় ছাতা।

তৈরি হওয়ার পর ছাতা বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় পাইকারি ও খুচরা মার্কেটে।

এসএসএইচ