কাপ্তাই লেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
রাঙামাটির কাপ্তাই লেকে গোসল করতে নেমে নিখোঁজ তন্ময় দাস (১৯) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরি দল। শুক্রবার (২৮ মে) রাত ৮টার দিকে চিৎমরম ইউনিয়নের সীতারঘাট মন্দির এলাকা থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তন্ময় দাস চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার সুবল দাশের ছেলে।
বিজ্ঞাপন
নৌবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চট্টগ্রাম শহর থেকে ১০ যুবক ভ্রমণের উদ্দেশ্যে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপোতে আসেন। সেখান থেকে তারা নৌকাযোগে সীতারঘাট মন্দির সংলগ্ন ঘাটে আসেন। পরে সবাই বিকেলে কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই পানি থেকে উঠলেও বিকেল সাড়ে ৫টার দিকে তন্ময় নিখোঁজ হন।
পরে উপজেলা প্রশাসন থেকে নৌবাহিনীকে খবর দেয়। নৌবাহিনীর একটি ডুবুরী দল রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
কেএম/ওএফ