রাজধানীর শাহজাহানপুর, তেজগাঁও শিল্পাঞ্চল ও মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৮ মে) বিকেল থেকে রাত পর্যন্ত ডিএমপি ও র‌্যাবের পৃথক দল অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।

র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাধীন ২৪/সি আউটার সার্কুলার রোডের সেন্টার পয়েন্ট মার্কেটের বিক্রমপুর সুইটস অ্যান্ড বেকারির সামনে ইয়াবা বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রাত ১১টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আবু বক্কর শেখ ওরফে সজল (২৭), নুরুল আবছার ওরফে বাছির (২৬) ও মো. সুমন (২৩) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন : নিজাম উদ্দিন (৩৯), জাহাঙ্গীর কবির (৪৮), হারুন অর রশিদ (৩৮) ও মোমিনুল হক ওরফে মমিন (৪৩)।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, শুক্রবার (২৮ মে) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।

অন্যদিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন : মো. শাহজালাল (৩২), মো. ওলিউল্লাহ (৩৩), ওমর ফারুক (৩৮)ও আলমগীর মিয়া।

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মালিবাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৮০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার শাহজালালের বিরুদ্ধে, খুন, ডাকাতি ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।

জেইউ/এসকেডি