সৌদির হাইলে থাকা বাংলাদেশিদের কনস্যুলার সেবাদান
সৌদি আরবের হাইল প্রদেশে থাকা বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা দেওয়া শুরু করেছে দূতাবাস। শনিবার (২৯ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রিয়াদ থেকে প্রায় ছয়শ কিলোমিটার দূরে হাইল প্রদেশের একটি শহরের স্থানীয় হোটেলে শুক্রবার কনস্যুলার সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। সেখানে বাংলাদেশি কর্মীদের ইকামার মেয়াদ বাড়ানোর জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
দূতাবাস জানায়, শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় প্রবাসীদের ইকামা মেয়াদ ও এক্সিট ভিসার মেয়াদ সংক্রান্ত আইনি সহায়তা দেওয়া হচ্ছে। তাছাড়া অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন শুরু হয়েছে। সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যকাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ডসেবা দেওয়া হচ্ছে দূতাবাসে।
সৌদির হাইল প্রদেশে শতাধিক বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশি চিকিৎসক ও হাইল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কয়েকজন অধ্যাপক কর্মরত। সেখানে প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা, কৃষি কাজ, পোলট্রি ফার্মসহ বিভিন্ন পেশায় নিয়োজিত।
বিজ্ঞাপন
দূতাবাস জানায়, হাইলে অভিবাসীদের জরুরি বিভিন্ন সেবা দেওয়ার জন্য একটি প্রবাসী সেবাকেন্দ্র কাজ করছে। সেবা কেন্দ্রে প্রবাসীরা সপ্তাহের যে কোনো দিন সকাল থেকে রাত পর্যন্ত সেবা নিতে পারবেন।
এনআই/আরএইচ