সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

রাশিয়া উৎপাদিত করোনার টিকা স্পুটনিক-৫ কেনার বিষয়ে চলতি সপ্তাহে দাম নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

রোববার (৩০ মে) বিকেলে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রাশিয়ার ভ্যাকসিন কেনার বিষয়ে মহাপরিচালক বলেন, আমরা তাদেরকে চিঠি লিখেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, কিছু তথ্য দিয়েছে। আমরা পর্যালোচনা করে তাদের রিপ্লাই দেব। তারপরে সিদ্ধান্ত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাম এখনও ঠিক করে পাঠানো হয়নি। এ সপ্তাহের মধ্যে পাঠানো হবে বলে আশা করছি।

অ্যাস্ট্রোজেনেকার টিকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তারা দেবে না, এটা বলেনি। এখনও বলছে দেব।

সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন ইস্যুতে আজকের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এসএইচআর/এফআর