চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের লুট হওয়া ৩৩ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাবা-ছেলেসহ তিনজনকে। পুলিশ বলছে, গত ৫ বছরে এই চক্র ১০ কোটি টাকার বেশি মালামাল লুট করেছে।  

সোমবার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, বিভিন্ন স্থানে রোববার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত দলের মূল হোতা নুরুন নবীও আছেন। গ্রেফতারকৃতরা গত চার মাসেই কোটি টাকার ওপরে মালামাল লুট করেছে। আর গত পাঁচ বছরে প্রায় ৫০টি ডাকাতির ঘটনায় প্রায় ১০ কোটি টাকা মূল্যমানের মালামাল লুট করেছে এই চক্র। 

ওসি আরও বলেন, এই ডাকাত দলের কাজে বাধা দেওয়ায় কিছু দিন আগে পতেঙ্গায় একজনকে হত্যা করে তারা। এছাড়া কোথাও বাধাপ্রাপ্ত হলে গুলিও করে তারা। এই চক্রের সাথে যুক্ত চোরাই কারবারি বাবা-ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (২৭ মে) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট পুস্তারপাড় এলাকায় একটি গোডাউন থেকে ৯৪ কার্টন সিগারেট ডাকাতির ঘটনা ঘটে। সে সময় গুদামে মালামাল রাখা হোসাইন পারভেজ বলেন, গুদাম ভাড়া নিয়ে মালামাল রেখে আবুল খায়ের টোব্যাকো পণ্যের সরবরাহের ব্যবসা করে আসছিলাম। বৃহস্পতিবার ভোরে একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে এসে গুদামের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতদল গুদাম থেকে ৯৪ কার্টন সিগারেট একটি পিকআপে করে নিয়ে যায়।  

কেএম/এনএফ