দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সাবেক মহাসচিব রাষ্ট্রদূত কিউএএমএ রহিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি উত্তরার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ভাই ড. জাওয়াদুর রহমান জাহিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জাওয়াদুর রহমান জানান, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন রাষ্ট্রদূত রহিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

রাষ্ট্রদূত রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক শোক বার্তায় ড. মোমেন বলেন, ‘রাষ্ট্রদূত রহিম একজন বিশিষ্ট কূটনীতিক ছিলেন। প্রিয় মাতৃভূমি এবং সার্কের জন্য তার অবদানের কথা স্মরণ করছি।’

মোমেন রাষ্ট্রদূত রহিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

২০০২ সালের জানুয়ারি থেকে ২০০৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সার্ক মহাসচিবের দায়িত্বে ছিলেন কিউএএমএ রহিম। তিনি ছিলেন সার্কের সপ্তম মহাসচিব।

এনআই/জেডএস/জেএস