বৃষ্টির পানিতে পড়েছে বৈদ্যুতিক তার। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রিকশাচালক মারা গেছেন। নিহতরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৫০) ও জিয়া (৪৫)।

মঙ্গলবার (১ জুন) সকালে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮টায় উত্তরা ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে বৃষ্টির পানিতে বিদ্যুতের তার পড়ে। সেখান থেকে রিকশা আনতে গেলে দুই রিকশাচালক ওই তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি বলেন, পরে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমএসি/এফআর