হাটহাজারীতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে মো. আজম (২৬) নামের এক মুদি পণ্য ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ জুন) উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী এলাকার নিজের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ন রশিদ। আজম মন্দাকিনী এলাকার বীর মুক্তিযোদ্ধা সামশুল আলমের ছেলে।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাতে নিজ দোকানেই ছিলেন আজম। সকাল হয়ে গেলেও দোকান না খোলায় তার ভাই এসে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দোকানের টিনের চাল খুলে গলাকাটা অবস্থায় আজমের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
এএসআই হুমায়ন রশিদ বলেন, দোকানের ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় ছিল। কীভাবে এই ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এটা হত্যা না আত্মহত্যা তদন্ত শেষ না হলে বলা যাবে না। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই সদস্যরা।
বিজ্ঞাপন
কেএম/জেডএস