মিরপুরে বাউনিয়াবাঁধ এলাকায় ঝাড়ুর গোডাউনে আগুন
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকার একটি ঝাড়ুর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক আগুনের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।
বুধবার (২ জুন) দুপুর ১২টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টা পর ১২টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট পাঠানো হয়। তাদের চেষ্টায় ১২টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
জেইউ/জেডএস
বিজ্ঞাপন