কমলাপুরে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা
রাজধানীর দক্ষিণ কমলাপুরে আকলিমা আক্তার (৩৫) নামে অন্তঃসত্ত্বা এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (২ জুন) দুপুর ১২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
নিহতের বোনের স্বামী জনি চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, স্বামীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মনমালিন্য হয়ে থাকতে পারে। তার ২ মেয়ে। বড় মেয়ে রোজা অষ্টম শ্রেণিতে পড়ে। আর ছোট মেয়ে অরিনের ৬ বছর বয়স। কমলাপুরে ভালো চাকরি করত। আপা ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল। কী এমন হলো যে বারান্দায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল? তার বাচ্চাদের কথা চিন্তা করল না।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মতিঝিলের দক্ষিণ কমলাপুরেরে ৮৪/৩ বাসার ৪র্থ তলায় স্বামী নাজমুল হাসান ও ২ মেয়েকে নিয়ে নিজেদের বাসায় থাকতেন আকলিমা।
মতিঝিল থানার উপপরিদর্শক(এসআই) মো. সুজন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি। এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে জানতে পারি, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
এসএএ/এইচকে