ঢাকা সফররত ডোনাল্ড ট্রাম্প প্রশাস‌নের কর্মকর্তা‌দের সঙ্গে দেশ‌টির আরোপিত শুল্ক নিয়ে আলোচনা ক‌রে‌ছে বাংলা‌দেশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মা‌র্কিন কর্মকর্তা‌দের স‌ঙ্গে বৈঠ‌কের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এ তথ্য জানান পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিন।

জসীম উ‌দ্দিন ব‌লেন, বাংলা‌দে‌শি প‌ণ্যে যুক্তরা‌ষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা হয়ে‌ছে। এ বিষয়েও আমরা আমাদের পদক্ষেপ তুলে ধরেছি। প্রধান উপ‌দেষ্টা মা‌র্কিন প্রেসি‌ডেন্ট‌কে চি‌ঠি দি‌য়ে‌ছেন। বা‌ণিজ্য উপ‌দেষ্টাও মা‌র্কিন সং‌শ্লিষ্ট দপ্ত‌রে চি‌ঠি দি‌য়ে‌ছেন। আমরা আমাদের কনসা‌র্নের বিষ‌য়ে ব‌লে‌ছি।

মা‌র্কিন প্রতি‌নি‌ধি দ‌লের স‌ঙ্গে নির্বাচন নি‌য়ে আলা‌পের প্রস‌ঙ্গে পররাষ্ট্রস‌চিব ব‌লেন, আমার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। বিস্তারিত কোনো আলোচনা হয়নি।

তি‌নি ব‌লেন, বৈঠকে সংস্কার, ইউএসএআইডির সহযোগিতা পুনর্বিবেচনার কথা বলেছি। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি নিয়েও আলোচনা উঠেছে।

মা‌র্কিন প্রতি‌নি‌ধিদ‌লের আলোচনা মিয়ানমার ও রো‌হিঙ্গা ইস্যুতে জোর দেওয়া হয়েছে, জা‌নি‌য়ে জসীম উ‌দ্দিন ব‌লেন, তারা মিয়ানমার, রাখাইন প‌রি‌স্থি‌তি নি‌য়ে আলোচনা ক‌রে‌ছে। মিয়ানমার নি‌য়ে আমা‌দের ম‌নোভাব ও তা‌দের অবস্থান তু‌লে ধ‌রেছে। এছাড়া,  রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক  ও পূর্ব এশীয় - প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। 

এনআই/এআইএস