মহাখালীতে রাস্তার ওপর হাইস গাড়িতে আগুন
রাজধানীর মহাখালীতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি হাইস গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৩ জুন) রাত ৮টা ৩২ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠায় ফায়ার সার্ভিস। ৮টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মাত্র ৩ মিনিটে আগুন নির্বাপন করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহ্ফুজ রিপন ঢাকা পোস্টকে জানান, মহাখালী রাওয়া প্লাজার সামনে রাস্তায় থাকা একটি হাইস গাড়িতে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। মাত্র ৩ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি মাহফুজ রিবেন।
তবে ঘটনার প্রত্যক্ষদর্শী তানভীর নামে এক যুবক ঢাকা পোস্টকে বলেন, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন দেখতে পান তিনি। ১০ মিনিটের ব্যবধানে ফায়ার সার্ভিস উপস্থিত হয় এবং দ্রুত আগুন নির্বাপন করেন।
জেইউ/জেডএস