খালেদা জিয়ার আগমন
যানজট এড়াতে হজযাত্রীদের যে বার্তা দিলো ধর্ম মন্ত্রণালয়
বিএনপির চেয়াপার্সন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের আগামীকাল মঙ্গলবার ভোর ৬টার মধ্যে হজক্যাম্পে থাকার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৬ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে রাস্তায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে পরিপ্রেক্ষিতে যানজট সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য যেসব হজ এজেন্সির হজযাত্রীগণ হজ ফ্লাইটে সৌদি আরব যাবেন, সে সকল হজযাত্রীদের মঙ্গলবার সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে উপস্থিতি থাকার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন
ওএফএ/এমএ